Friday, February 21, 2014

রোদ্দুর - পাপন ও অন্তরা মিত্র [মুভি: অভিশপ্ত নাইটি]

আজ খুব মেঘ করুক, 
টিপ টিপ সারাদিন 
যেখানে জল পায় তোর চিবুক, 
আর ইচ্ছেরা স্বাধীন 

আজ খুব মেঘ করুক, 
টিপ টিপ সারাদিন
যেখানে জল পায় তোর চিবুক, 
আর ইচ্ছেরা স্বাধীন, চুপি চুপি । 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট, 
যেখানে চোখের নাম রেইনকোট 
কেউ তো জানবে না কোনোওদিন, 
কিভাবে আদরে বাড়ে চোট, 
চুপি চুপি । 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

মেঘেরা বাজালে স্যাক্সোফোন, 
যদি না ভিজিস মিথ্যে এ শ্রাবণ 
দানে দানে এ খেলা জমুক, 
কানে কানে একটা কথা শোন,
 চুপি চুপি । 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

আজ খুব মেঘ করুক, 
টিপ টিপ সারাদিন 
যেখানে জল পায় তোর চিবুক, 
আর ইচ্ছেরা স্বাধীন 
আজ খুব মেঘ করুক 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো। 

কথাঃ শ্রীজাত
সংগীত আয়োজকঃ ইন্দ্রদীপ দাশগুপ্ত