Friday, February 21, 2014

রোদ্দুর - পাপন ও অন্তরা মিত্র [মুভি: অভিশপ্ত নাইটি]

আজ খুব মেঘ করুক, 
টিপ টিপ সারাদিন 
যেখানে জল পায় তোর চিবুক, 
আর ইচ্ছেরা স্বাধীন 

আজ খুব মেঘ করুক, 
টিপ টিপ সারাদিন
যেখানে জল পায় তোর চিবুক, 
আর ইচ্ছেরা স্বাধীন, চুপি চুপি । 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট, 
যেখানে চোখের নাম রেইনকোট 
কেউ তো জানবে না কোনোওদিন, 
কিভাবে আদরে বাড়ে চোট, 
চুপি চুপি । 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

মেঘেরা বাজালে স্যাক্সোফোন, 
যদি না ভিজিস মিথ্যে এ শ্রাবণ 
দানে দানে এ খেলা জমুক, 
কানে কানে একটা কথা শোন,
 চুপি চুপি । 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

আজ খুব মেঘ করুক, 
টিপ টিপ সারাদিন 
যেখানে জল পায় তোর চিবুক, 
আর ইচ্ছেরা স্বাধীন 
আজ খুব মেঘ করুক 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো 

দেখ তোর জন্যে 
রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো 
কোত্থাও মন নেই 
সবচেয়ে দামী এই কথা জানানো। 

কথাঃ শ্রীজাত
সংগীত আয়োজকঃ ইন্দ্রদীপ দাশগুপ্ত

Friday, September 21, 2012

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - দেশাত্মবোধক গান


আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

মন তোরে পারলাম না বুঝাইতে রে - প্রচলিত


মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷
তিন তক্তার এই নৌকাখানি রে দয়াল
বায়ে নায়ে চুয়ায় পানি
ও আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে
দয়াল তুই সে আমার মন৷
আমি সোনা দিয়া বান্ধাইলাম ঘর রে দয়াল
ঘুণে হইলো সেই ঘর জরজর
ও এক দিন সে ঘর ছাড়িয়া ময়না উইড়া যাবে রে
দয়াল তুই সে আমার মন৷
আমি স্বপন দেইখ্যা আইলাম ভবে তে রে দয়াল
ভুইল্যা রইলাম মিছাই লোভে
ও আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
দয়াল তুই সে আমার মন৷
মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷

গান গাই আমার মনরে বুঝাই - শাহ আবদুল করিম


গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি
পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

ভাবে করিম দ্বীনহীন আসবে কি আর শুভদিন
জল ছাড়া কি বাঁচিবে মীন ডুবলে কি ভাসে মরা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

বন্ধে মায়া লাগাইছে - শাহ আবদুল করিম


বন্ধে মায়া লাগাইছে,পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে,মায়া লাগাইছে।

বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জালায়
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে।

আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
প্রান বন্ধের পিরিতের নেশায় কুলমান গেছে।

বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে।

আমি কুলহারা কলঙ্কিনী - শাহ আবদুল করিম


আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে, আমি জানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

সখি আমায় উপায় বলনা?
এ জীবনে দূর হলনা
বাউল করিমের পেরেশানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

যদি কোনদিন - অর্থহীন


যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আকশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।