Friday, October 21, 2011

আর পারিনা - অর্থহীন

আর পারিনা আর পারিনা আমার ভীষণ ক্লান্ত লাগে..
আর জমেনা আর জমেনা রঙ্গীন স্বপ্ন মনে তলে..
যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুঁয়ে বৃষ্টিধারায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
তোমার তুমি তোমাতে নেই আমার আমি হচ্ছি বিলীন..
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি জমছে ধূলো ভালোবাসায়..
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি আমার চোখের পাতায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..

অতীত এবার বিদায় জানায়.. জল টলমল বর্তমান আর..
আগামীকে দেখছি এবার ঘুমিয়ে আসা সন্ধ্যা বেলায়..
যাচ্ছে ধূয়ে সব কথা সুর সব ঝংকার গানের খাতায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
ঘুমায় আঁধার তুমি ঘুমাও বৃষ্টি পালায় ঝড় থেমে যায়
শিউলি ফুলের সুবাশ বয়ে আমার এ রাত ঘুম হয়ে যায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..