Sunday, January 1, 2012

জানতে ইচ্ছে করে - অর্থহীন

নিশ্চুপ চারিদিক বসে আছি ছাদে একাকী

জোসনায় হিমেল হাওয়ায় তোমার কথা ভাবি

এভাবেই কেটে যায় কিছু সময়

নিয়ে চোখে পানি

হয়তো মেঘের ভেলায় ভেসে

দেখছো আমায় তুমি

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

তোমার মুখের মিষ্টি হাসি এখনো চোখে ভাসে

কত কবিতা কত গান তেপান্তর নিয়ে

তোমার কথা ভেবে ভেবে দেখি আকাশটাকে

মাঝে মাঝে আকাশটাকে ছুতে ইচ্ছে করে

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

জানতে ইচ্ছে করে আমার

তোমার সব ব্যাথা

অপারের জগৎটাকে হবে কি কভু দেখা

তোমার জগতে অধিক সন্ধ্যাতারা

তোমার জগতে বয়কি ঝরনাধারা

তোমার জগতে কেউকি শুভ্রহারা

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

সুর আর আসে না

ফুল আর ফুটে না

পাশের বাগানটাতে

চলে গেছ তুমি আমায় ফেলে

মেঘের অপাশটাতে

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

জানতে ইচ্ছে করে