আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!
ওই আকাশের মাঝে পাখিগুলো হারিয়ে যায় যাক না,
ওই প্রভাতপরীর আগমনে জোনাকিরা হারাক না!
আমরা যাবো এগিয়ে,
সব বাধা পেরিয়ে,
নতুন এক সুরের জগতে,
যদি থাকো তুমি পাশে এ এ এ এ!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!
Tuesday, April 12, 2011
কোন এক নিঝুম রাতে - সুমন (অর্থহীন)
কোন এক নিঝুম রাতে,
ঝাউ বনে চাঁদের আলোতে।
গান গেয়ে যায় একটি ছেলে,
একরাশ বেদনা বুকে নিয়ে।
তার সেই গানতো কেউ শোনেনা,
হতাশার কথাতো কেউ জানেনা!
তবুও তার আশার প্রদীপ তো নেভে না!
যদি ফিরে পায় সেই হারানো দিন!
কোন এক নিঝুম রাতে,
জীবনের অপর এক প্রান্তে।
বসে থাকে একটি মেয়ে,
ছেলেটির গান বুকে নিয়ে।
ফিরে যেতে চায় সে সেই জগতে,
চাঁদের আলোর সেই ঝাউ বনে,
ছেলেটির সব দুঃখ মুছে দিতে!
এত কষ্ট কেন ভালোবাসায়!
মনে পরে কোন এক স্বর্গদিনে,
ভাবনার ডানা মেলে দিয়ে,
ভেবেছিলো সাদা মেঘের ভেলায়,
আনমনে যাবে হারিয়ে!
হঠাৎ কি হয়ে গেলো সেই মেয়েটির,
শুকিয়ে গেলো ভোরের শিশির!
ছেলেটি পেলনা কোন উপায়,
মরনের কাছে সে যে অসহায়!
কোন এক নিঝুম রাতে,
দুটি হৃদয় দুই ভুবনে!
অস্থির মন শুধু কেঁদে ওঠে,
কোন উপায় না পেয়ে!
ঝাউ বনে চাঁদের আলোতে।
গান গেয়ে যায় একটি ছেলে,
একরাশ বেদনা বুকে নিয়ে।
তার সেই গানতো কেউ শোনেনা,
হতাশার কথাতো কেউ জানেনা!
তবুও তার আশার প্রদীপ তো নেভে না!
যদি ফিরে পায় সেই হারানো দিন!
কোন এক নিঝুম রাতে,
জীবনের অপর এক প্রান্তে।
বসে থাকে একটি মেয়ে,
ছেলেটির গান বুকে নিয়ে।
ফিরে যেতে চায় সে সেই জগতে,
চাঁদের আলোর সেই ঝাউ বনে,
ছেলেটির সব দুঃখ মুছে দিতে!
এত কষ্ট কেন ভালোবাসায়!
মনে পরে কোন এক স্বর্গদিনে,
ভাবনার ডানা মেলে দিয়ে,
ভেবেছিলো সাদা মেঘের ভেলায়,
আনমনে যাবে হারিয়ে!
হঠাৎ কি হয়ে গেলো সেই মেয়েটির,
শুকিয়ে গেলো ভোরের শিশির!
ছেলেটি পেলনা কোন উপায়,
মরনের কাছে সে যে অসহায়!
কোন এক নিঝুম রাতে,
দুটি হৃদয় দুই ভুবনে!
অস্থির মন শুধু কেঁদে ওঠে,
কোন উপায় না পেয়ে!
Saturday, April 9, 2011
তুমি না থাকলে - অঞ্জন দত্ত
তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না...
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না...
তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না...
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না...
তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি....রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে চাঁদ টার গায়ে পড়ে যেত মরচে...
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না খরছে....
তুমি না থাকলে স্বপ্নের রঙ হয়ে যেত খয়েরী
বন বন করে দুনিয়া টা এই পাড়তো না ঘুরতে....
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত...রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কতো....
গিটার ফেলে দুহাতে মালাই নামতা শেখাতে হতো....
পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলেটার সাথে
তুমি না থাকলে এই ভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো...
তুমি না থাকলে তাজমহলটা বাননোই হতো না
লাঠা লাঠি এই কাটা কাটি থামানোই যেতো না....
তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেতে গম্ভীর...
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না...
তুমি না থাকলে রোমিও কবে হ্যোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিত...রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না...
তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না...
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না...
তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি....রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে চাঁদ টার গায়ে পড়ে যেত মরচে...
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না খরছে....
তুমি না থাকলে স্বপ্নের রঙ হয়ে যেত খয়েরী
বন বন করে দুনিয়া টা এই পাড়তো না ঘুরতে....
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত...রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কতো....
গিটার ফেলে দুহাতে মালাই নামতা শেখাতে হতো....
পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলেটার সাথে
তুমি না থাকলে এই ভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো...
তুমি না থাকলে তাজমহলটা বাননোই হতো না
লাঠা লাঠি এই কাটা কাটি থামানোই যেতো না....
তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেতে গম্ভীর...
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না...
তুমি না থাকলে রোমিও কবে হ্যোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিত...রা পা পা পা রাম পা পা পা..
Subscribe to:
Posts (Atom)