Saturday, April 9, 2011

তুমি না থাকলে - অঞ্জন দত্ত

তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না...

তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না...

তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না...
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না...

তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি....রা পা পা পা রাম পা পা পা..

তুমি না থাকলে চাঁদ টার গায়ে পড়ে যেত মরচে...
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না খরছে....

তুমি না থাকলে স্বপ্নের রঙ হয়ে যেত খয়েরী
বন বন করে দুনিয়া টা এই পাড়তো না ঘুরতে....

তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত...রা পা পা পা রাম পা পা পা..

তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কতো....
গিটার ফেলে দুহাতে মালাই নামতা শেখাতে হতো....

পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলেটার সাথে
তুমি না থাকলে এই ভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো...

তুমি না থাকলে তাজমহলটা বাননোই হতো না
লাঠা লাঠি এই কাটা কাটি থামানোই যেতো না....

তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেতে গম্ভীর...
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না...

তুমি না থাকলে রোমিও কবে হ্যোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিত...রা পা পা পা রাম পা পা পা..

No comments:

Post a Comment