Friday, May 4, 2012

কেন দূরে থাকো - শ্রীকান্ত আচার্য

কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো 
কেন দূরে থাকো? 

মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে 
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো? 

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুদের সুরে সুরে মিলায়ে 

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে
কত কথা জাগে মোর মনে 
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো??

Tuesday, May 1, 2012

মায়াবন বিহারিনী - সোমলতা (মুভি: বেডরুম)

(২ বার)
মায়বন বিহারিনী হরিণী
গহন স্বপন সঞ্চারিনী

কেন তারে ধরিবারে করি পন
অকারণ
মায়াবন বিহারিনী

(২ বার)
থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাসরীর সুরেতে

পরশ করিব ওর তন মন
অকারণ
মায়াবন বিহারিনী

চমকিবে ফাগুনেরো পবনে
বসিবে আকাশবাণী শ্রবনে
চমকিবে ফাগুনেরো পবনে
চিত্ত আগুনে হবে অনুভব
অকারণ

(২ বার)
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাধিব

বাধনবিহীন সেই যে বাধন
অকারণ
মায়াবন বিহারিনী

মায়বন বিহারিনী হরিণী
গহন স্বপন সঞ্চারিনী
কেন তারে ধরিবারে করি পন
অকারণ
(৬ বার)
মায়াবন বিহারিনী