Friday, July 29, 2011

তুমি - এক্লীপস্

কোন এক রাত্রী হয়ে আসো তুমি

অস্পষ্ট তিথির মতো

ভেঁজা কাঁচের ওপাশ থেকে

দেখি মেঘমাখা রুপালী চাঁদ

বর্ষার স্পর্শ ছোঁয়া সন্ধ্যা হয়ে তুমি

হেঁটে বেড়াও মলিন চোখের অশ্রুর ভীড়

শব্দহীন স্মৃতির সঙ্গী তুমি

মিশে গেলে দূর পৃথিবীর নীড়

গোদূলীর পথ জুড়ে তুমি

আঁধার রাতের জলছবি

নীরবে হারিয়ে যাও

দূরের নীভূ হাসি

কাঠ পোঁড়া শব্দহীর স্মৃতির

বিমূর্ত তোমার পানে

দাঁড়ায়ে থাকি নিজ মনে

জলের সাজে নীরব সুরে

Thursday, July 21, 2011

হয়তোবা - অর্থহীন

হয়তোবা আমার লেখা, কোনো এক গানের মতই
জোছনা ঘেরা কোনো, নিঝুম এক রাতে
আসবে তুমি আমার কাছে, বলবে আমায় হেসে
সবকিছুই হয়ে গেছে, দেখো আগের

হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না

আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়

হয়তোবা রাত শেষে, ঘুম যখন ভেঙ্গে যায়
বসে থাক তুমি, আমারি আশায়
হয়তোবা আমায় ভেবে, হাওয়ারি মাঝে
হাত বাড়িয়ে দাও চোখের, জল মুছে দিতে

হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না

আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়


আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
আকাশ তোমার সময় হলে, একটু থেমো...

Saturday, July 16, 2011

পছন্দের গান - সুমন চট্টোপাধ্যায়

এই যে দেখছি আবছায়াটাই লাগছে ভালো
ঘরের কোনে একটি মাত্র মোমের আলো
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি স্বন্ধ্যেছটায় আকাশ জোড়া
গড়ের মাঠে ছুটেছে রংগের পাগলা ঘোড়া
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি কাগজ দিয়ে তৈরি ফুলে
পরাগরেনু আপনি জাগে তোমায় ছুঁলে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি আদ্যিকালের দেয়াল ফুঁড়ে
জংলা গাছের বাচ্চা খেলে হাত পা জুড়ে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে
ডানপিটেরা আজও ভালবাসতে পারে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখেছি কারো কারুর জ্যন্ত চোখে
ধান্ধাবাজি ছেড়েও অন্য স্বপ্ন ধুকে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?