Saturday, July 16, 2011

পছন্দের গান - সুমন চট্টোপাধ্যায়

এই যে দেখছি আবছায়াটাই লাগছে ভালো
ঘরের কোনে একটি মাত্র মোমের আলো
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি স্বন্ধ্যেছটায় আকাশ জোড়া
গড়ের মাঠে ছুটেছে রংগের পাগলা ঘোড়া
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি কাগজ দিয়ে তৈরি ফুলে
পরাগরেনু আপনি জাগে তোমায় ছুঁলে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি আদ্যিকালের দেয়াল ফুঁড়ে
জংলা গাছের বাচ্চা খেলে হাত পা জুড়ে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে
ডানপিটেরা আজও ভালবাসতে পারে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

এই যে দেখেছি কারো কারুর জ্যন্ত চোখে
ধান্ধাবাজি ছেড়েও অন্য স্বপ্ন ধুকে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?

No comments:

Post a Comment