Friday, July 29, 2011

তুমি - এক্লীপস্

কোন এক রাত্রী হয়ে আসো তুমি

অস্পষ্ট তিথির মতো

ভেঁজা কাঁচের ওপাশ থেকে

দেখি মেঘমাখা রুপালী চাঁদ

বর্ষার স্পর্শ ছোঁয়া সন্ধ্যা হয়ে তুমি

হেঁটে বেড়াও মলিন চোখের অশ্রুর ভীড়

শব্দহীন স্মৃতির সঙ্গী তুমি

মিশে গেলে দূর পৃথিবীর নীড়

গোদূলীর পথ জুড়ে তুমি

আঁধার রাতের জলছবি

নীরবে হারিয়ে যাও

দূরের নীভূ হাসি

কাঠ পোঁড়া শব্দহীর স্মৃতির

বিমূর্ত তোমার পানে

দাঁড়ায়ে থাকি নিজ মনে

জলের সাজে নীরব সুরে

No comments:

Post a Comment