Friday, September 21, 2012

মন তোরে পারলাম না বুঝাইতে রে - প্রচলিত


মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷
তিন তক্তার এই নৌকাখানি রে দয়াল
বায়ে নায়ে চুয়ায় পানি
ও আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে
দয়াল তুই সে আমার মন৷
আমি সোনা দিয়া বান্ধাইলাম ঘর রে দয়াল
ঘুণে হইলো সেই ঘর জরজর
ও এক দিন সে ঘর ছাড়িয়া ময়না উইড়া যাবে রে
দয়াল তুই সে আমার মন৷
আমি স্বপন দেইখ্যা আইলাম ভবে তে রে দয়াল
ভুইল্যা রইলাম মিছাই লোভে
ও আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
দয়াল তুই সে আমার মন৷
মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷

No comments:

Post a Comment